ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
২৮/০৫/২০২১ খ্রিঃ বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ মাঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক, বালিকা (অনুর্ধ্ব-১৭)/২০২১ খ্রিঃ, শুভ উদ্ভোধন হয়,
এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ কাইয়ুম – ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘাইছড়ি। প্রধান অতিথি জনাব আলী হোসেন আলী – ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামীলীগ বাঘাইছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খান, এছাড়াও উপস্থিত ছিলেন ৩১ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তুষার কান্তি চাকমা, জনাব সুনিল বিহারি চাকমা – চেয়ারম্যান ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন।জনাব দিলীপ কুমার দাস- সভাপতি প্রেসক্লাব বাঘাইছড়ি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্ভোদনীয় মেচে বাঘাইছড়ি ইউনিয়ন বনাম খেদারমারা ইউনিয়ন মধ্যকার খেলা শুরু হয়।
উপজেলা -০৭ টি ইউনিয়ন -০১ টি পৌরসভা মিলে -৮ টি টিম অংশ গ্রহণ করে। অনুর্ধ্ব-১৭, ( বালক – বালিকা) প্রতিদিন-২ টি করে খেলা চলবে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী -৩০/০৫/২০২১ খ্রিঃ বিকেল বেলা।