আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের চিনারী বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে মো.নুরুল আমিন (৩০ ) নামের এক যুবকসহ তার পরিবারকে ও বাড়ী ঘরে হামলা করে তান্ডব চালিয়েছে স্থানীয় দূর্বৃত্তরা। এমনই অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। গত (২৪ মে ) সোমবার রাত সাড়ে ৮ ঘটিকার দিকে চিনারী বাজারস্হ কীট নাশকের দোকান ও ২য় বার রাত ১০ টায় নুরুল আমিন এর নিজ বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। আহত মো.নুরুল আমিন ২ নং চৈক্ষ্যং ইউপির ৫ নং ওয়ার্ডের মৃত মোঃ বশির আহম্মদ ছেলে ও তার পরিবার বলে জানা যায়। এবিষয়ে আহত নুরুল আমিন বাদী হয়ে আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে মোঃ বাপ্পি একই এলাকার মৃত বশির এর ছেলে মো. নুরুল আমিন কাছ থেকে দৈনিক কাজ করে দিবে বলে নগত ৫০০০/ টাকা নেই। সে বর্তমানে অবশিষ্ট ১০০০ টাকা পাওনা আছে । মোঃ বাপ্পি কাছে টাকা চাইতে গেলে আজ- কাল এরকম বলে তাড়িয়ে দিতো। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গের নিকট অবগত করলে তাঁরা মোঃ বাপ্পিকে পাওনা টাকা পরিশোধ করার জন্য বার বার অনুরোধ করে। কিন্তু বিবাদীগণ তাদের বিচারের তোয়াক্কা না করে টাকা দিবেনা বলে উল্টো হুমকি দেওয়া শুরু করে। টাকা চাইলে প্রাণে মেরে ফলার হুমকি ও দেয় অনেক বার। এরই জের ধরে ঘটনার দিন সোমবার রাতে নুরুল আমিনের সাথে বাপ্পি এর সাথে সাক্ষাৎ হলে সে টাকা কখন দিবে সে বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে আগে থেকে উৎপেতে থাকা বাপ্পির নেতৃত্বে একই এলাকার আবুল কালাম, আজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ ফরিদ মোঃ,বাদশা মৃত কালা মিয়ার ছেলে মোঃ ফরিদ আলমসহ ৮/১০ জনের একটি বখাটে গ্রুপ সংঘবদ্ধ হয়ে নুরুল আমিন ও তার বাড়ী ঘরের উপর হামলা করে। হামলার সময় দূর্বৃত্তরা নুরুল আমিন কে ব্যাপক আঘাত করে। এতে তারা গাছের লাঠি দিয়া আঘাত করলে নরুল আমিনের বাম হাত, বুকে, পিটে, মাথায়, গলার মধ্যে মারান্ত যখম হয়। এতে ও তারা ক্ষান্ত হয়নি এরপর তারা আমার বাড়ী ঘরে হামলা করে আমার ছোট বোন ও ছোট ভাইকে ব্যাপক মারধর করে এবং ঘরে টিনের বেড়া ভাংচুর করে আনুমানিক ৩০,০০০/ টাকার মত ক্ষয় ক্ষতি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নুরুল আমিনসহ পরিবারের সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
স্হানীয় নুর আহম্মদ ও সালাহ উদ্দীন বলেন – চিনারী বাজারে নুরুল আমিনের সাথে মোঃ বাপ্পির সাথে দেখা হয়। তখন নুরুল আমিন বাপ্পির কাছে বলে পাওনা টাকা কখন দিবে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তাঁর সাথে থাকা কিছু বখাটেদের সাথে নিয়ে নুরুল আমিন এর উপর হামলা করে। তাঁদের হাতে থাকা বিভিন্ন ধরনের লাঠি ও কিল ঘুষি দিয়ে নুরুল আমিন কে আঘাত করে। এর তারা আনুমানিক রাত ১০ টার সময় আবার গ্রুপিং করে ক্ষিপ্ত হয়ে নুরুল আমিনের ছোট বোন ও ছোট ভাইকে মারধর করে এবং বাড়ী ঘরের উপর হামলা করে ব্যাপক তান্ডব চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মোঃ বাপ্পির এর মুঠোফোনে বার বার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তাহাকে ফোনে পাওয়া যায় নি।