দীঘিনালা প্রতিনিধি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাজেক সড়কের দড়িপাড়া নামক স্থানে বুধবার (২৬ মে) সন্ধা সাড়ে ৬টায় সাজেক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়।
উল্লেখ্যে যে,বাঘাইহাট আসার পথে ও বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে দড়িপাড়া নামক স্থানে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসময় মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হন।
মোটরসাইকেল আরোহীরা হলেন রাঙ্গামাটির সাজেক গ্রামের জুলেল চাকমা (২১) ও বিনয় রঞ্জন চাকমা(২১)।
আহত মোটরসাইকেল আরোহীদের স্থানীয় লোকজন উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করেন।