মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির মানিকছড়িতে চাইম্রা মারমা(১৫) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। চাইম্রা মারমা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের দুধছড়ি এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত স্কুলছাত্রী দুধছড়ি এলাকার বাসিন্দা মৃত. গঞ্জ মারমার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় চাইম্রা মারমার মা সুচাইন্দা মারমা তাকে বাড়ীর পাশে কচুক্ষেতে কাজ করতে বলে, সে কাজ না করায় তাকে বকাঝকা করে, এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে চাইম্রা মারমা বিষপান করে। পরে আশপাশের লোকজন তাকে বাঁচানোর চেষ্টায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। তবে পথি মধ্যে তার মৃত্যু হয়।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিষ পানে তার মৃত্যু হয়েছে।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাদী হাসান বলেন, আমরা বিষপানে আত্মহত্যার ঘটনায় একজনে মৃত্যুর খবরে হাসপাতালে যাই, সুরতহাল প্রস্তুতিসহ প্রয়োজনীয় কাজ চলছে।