মিঠুন সাহা, নিজস্ব প্রতিনিধি খাগড়াছড়ি
সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের সমগ্র জেলায় স্কুল কলেজ বন্ধ রয়েছে।আজ প্রায় দেড় বছরের অধিক।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কতটুকু আবেগ ও ভালোবাসা জমলে বাবার নিকট আবদার করে নিজ প্রতিষ্ঠানকে স্বচোক্ষে দেখার।
এমনি আবেগঘন মুহুর্ত্বটি ঘটেছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলীর ছেলে প্রথম শ্রেণির জবা শাখার শিক্ষার্থী মুহিত ইউসুফ।
২৬ মে বুধবার ছেলের আবদারে বাবা দুই সন্তানকে নিয়ে ছুটে যান খাগড়াছড়ি পাবলিক স্কুল এন্ড কলেজে।নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে দেখতে পেয়ে তারা অনেক খুশি বলে জানায় শিক্ষার্থীর বাবা ইউসুফ আলী।
সন্তানের এমন আবদার পূরনের পর ঘটনাটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের নিজ টাইমলাইনে আবেগঘন স্ট্যাটাস দেন বাবা ইউসুফ আলী।
এই সময় তিনি বলেন:দীর্ঘদিন স্কুল বন্ধ, বায়না ধরেছে বন্ধ স্কুলটাই দেখতে যাবে। ছেলেকে নিয়ে তাই বন্ধ স্কুল পরিদর্শন!ছেলের আবদার পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে।
আর এই দিকে বিষয়টি নিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নিজ অফিসিয়াল পেইজ থেকে শেয়ার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নিজ অফিসিয়াল পেইজ থেকে নিচে তুলে ধরা হলোঃ
প্রথম শ্রেণির জবা শাখার শিক্ষার্থী মুহিত ইউসুফ স্কুল দেখে না অনেক দিন হলো, প্রায় দেড় বছরের মত।
কি করবে সরকারি নির্দেশনায় কোভিড-১৯ এর জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ, তাই বাবার কাছে বায়না ধরেছে বন্ধ স্কুলটাই দেখতে যাবে।তাই বাবাও ছেলে বায়না পুরণ করতে ছেলেকে নিয়ে তাই বন্ধ স্কুল পরিদর্শন করে আসে। এমনকরে মুহিত তার বন্ধুরা অপেক্ষা করে আছে কবে স্কুল খুলবে, কবে তারা তাদের সব বন্ধুদের দেখতে পাবে। পুরো ক্যাম্পাস আবার কবে তাদের কলকালিতে ভরে উঠবে।