হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
অদ্য ২৪মে ২০২১ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে ৷
এসময় উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের তাদের নিজস্ব বিভাগের কাজ সঠিকভাবে সম্পাদন করার তাকিদ দেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মার্মা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমেদ খান , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার, ১নং ঘিলাছড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বরসতী ত্রিপুরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।