ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে আগামীকাল থেকে শান্তি পরিবহন কোচ চলাচল করবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতি।
সোমবার (২৪মে) বিকাল ৪:৩০মিনিটে সরকারি আদেশ মোতাবেক ৬০℅ বৃদ্ধিতে স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দুরপাল্লার গাড়ি চলাচল শুরু হয়েছে। মারিশ্যা হতে শান্তি পরিবহন কোচ ছেড়ে যায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে। আগে ভাড়া ছিল -৬৫০/ বর্তমান -১০৪০/ টাকা, আগামীকাল সকালে ০৭ঃ৩০ ঘটিকায় মারিশ্যা -টু-চট্রগ্রাম শান্তি পরিবহন কোচ চলাচল করবে- ভাড়া- আগে ছিল-৩০০/ বর্তমান -৪৮০/ টাকা হবে।সরকারের নির্দ্দেশনা মেনে চলাচল করবে বলে জানা গেছে।