ইউনুছ আরফিন,বাঘাইছড়ি:
বাঘাইছড়িতে গত ১৮ তারিখ দুই টিলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত সু-চিকিৎসার জন্য ও নিহত পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতি।
হস্পতিবার (২০-মে) সন্ধায় বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও যৌথ মালিক সমিতির কার্যালয়ে বিতরণের আনুষ্ঠানিকতা করা হয়।
এতে সভাপতিত্ব করেনঃ মোঃ কদর আলী – সভাপতি – বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতি।
এছাড়া উপস্থিত ছিলেনঃ মোঃ জাফর আলী খান – মেয়র বাঘাইছড়ি পৌরসভা।
জনাব আলী হোসেন আলী – ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামীলীগ বাঘাইছড়ি।
জনাব আনোয়ার হোসেন খান – ভারপ্রাপ্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানা।
জনাব গিয়াসউদ্দিন আল মামুন – সেক্রেটারী উপজেলা আওয়ামীলীগ বাঘাইছড়ি।
জনাব জমির আলী – সভাপতি -পৌর আওয়ামীলীগ বাঘাইছড়ি।
জনাব মোঃ আঃ হালিম – সেক্রেটারি বাঘাইছড়ি কৃষক কল্যান সমতি সহ আহত/ নিহতের পরিজন,-৩০/৩৫ জন, উপস্থিত ছিলেন।
নিহতের পরিজন -২০০০০/ টাকা,
আহত আঃ খালেক -১০০০০/ টাকা।
আহত আঃ সাত্তার -১০০০০/ টাকা,
গুরুতর আহত মুন্নাফ-৫০০০০/ টাকা। নগদ টাকা প্রদান করেন।