।।দিলোয়ারা আক্তার।।
কাউখালী উপজেলা প্রতিনিধি
কাউখালী বাসীর অনেক দিনের স্বপ্নের দাবী বাস্তব রূপে “জনাব অংসুইপ্রু চৌধুরী “কে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী “শেখ হাসিনা” এবং সমগ্র রাঙ্গামাটি জেলার অভিভাবক “জনাব দীপংকর তালুকদার” এর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন,কাউখালী বাসী।
আজ ১২/১২/২০২০ তারিখ নব নিযুক্ত চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি “জনাব অংসুইপ্রু চৌধুরী”কে কাউখালী শহীদ মিনারের সামনে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান “জনাব শামসুদ্দোহা চৌধুরী “।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউসিসি চেয়ারম্যান “জনাব মোঃ বেলাল উদ্দিন “।আরও অন্যান্য ব্যাক্তিবর্গ।জনাব অংসুইপ্রু চৌধুরী এবং তার নেতাকর্মীর শুভেচ্ছা বক্তব্যের শেষে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।