হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় অদ্য ১৮ই মে রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ উপজেলা গনমিলনায়তনে অনুষ্টিত হয়।
এই প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব উবাচ মারমা,
উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ ছাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, মেডিকেল অফিসার ডাঃ নেজাম উদ্দীন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, হেডম্যান উথিনসিন মারমা, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান উথান মারমাসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।