হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
পবিত্র ঈদ উল ফিতর ২০২১ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিশেষ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত কোভিড -১৯ মোকাবিলায় রাজস্থলী উপজেলার ৪ শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
অদ্য ১১ মে রোজ মঙ্গলবার সকাল ১০ ঘঠিকার সময় রাজস্থলী উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ের চত্বরে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব নিউচিং মারমা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবাট ত্রিপুরা, বিশ্বনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক অংছাইনু মারমা, হারাধন কর্মকার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংত্রতি মারমা, আদালত তংচঙ্গ্যা, আলমগীর হোসেনসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণের সময় জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের গরীব ও দুস্থদের জন্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে করোনার এই ক্রান্তিকালে কর্মহীন জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। জননেতা দীপঙ্কর তালুকদার এমপির নির্দেশ মোতাবেক জেলার ১০হাজারের পরিবারের বিতরণ সমাগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও তেল ইত্যাদি বিতরন করা হয়েছে।
এরই অংশ হিসেবে রাজস্থলী উপজেলা তিনটি ইউনিয়নের (বাঙ্গালহালিয়ায় ১৩০টি, গাইন্দ্যায় ১৪০টি ও ঘিলাছড়িতে ১৩০টিসহ) মোট ৪ শত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।