টুয়েল চাকমা।।নানিয়ারচর প্রতিনিধি।।
পাহাড়ি বাঙালির ঐক্যের প্রতীক জনাব ইলিপন চাকমা রাঙামাটি জেলার নানিয়ারচরের স্থায়ী বাসিন্দা,তিনি নব গঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হয়েছেন।রাঙামাটি নিউজ ২৪ প্রতিনিধি কে দলের এক নিষ্ঠাবান ইউনিয়ন কর্মী ডাবলুর রহমান জানিয়েছেন,ইলিপন চাকমা তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি।
রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।তাঁর এই ঐক্যতা এবং নিষ্ঠার জন্য নানিয়ারচরবাসী গর্ববোধ করছেন।এবং জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সভাপতি দিপঙ্কর তালুকদারের প্রতি অশেষ কৃপা ও এলাকাবাসীর পক্ষ থেকে জনাব ইলিপন চাকমাকে অভিনন্দন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলার সাধারণ সম্পাদক জনাব
ইলিপন চাকমা, বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখা সকল সহযোগী সংগঠনের সাথে সোজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওহাব হাওলাদার এবং সহসভাপতি জনাব আনসার আলী, জনাব সজিত তালুকদার, জনাব মামুন ভুঁইয়া, জনাব বাবুল কর্মকার, যুবলীগের সভাপতি জনাব প্রিয়তোষ দত্ত,সাবেক ছাত্রলীগে সভাপতি জুয়েল বড়ুয়া,সাধারণ সম্পাদক রিপন দাশ,বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার,ও সাধারণ সম্পাদক রুবেল মৃধা সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী।
এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, জনাব আনসার আালী, জনাব বাবুল কর্মকার সহ অনেক নেতা কর্মীদেরকে ফুলের শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ইলিপন চাকমা মহোদয়।
এরপর সকলকে মিষ্টিমুখ করানো পর আগামী ১৬ ডিসেম্বরের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার তার রাজনেতিক জীবনের অনেক কথা বলেন।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ইলিপন চাকমা নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা সমাপ্তির পরে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান জনাব প্রগতি চাকমা সহ ভাইস চেয়ারম্যানদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য জনাব ইলিপন চাকমা।