অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেনের আয়োজনে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ”মাদার তেরেসা হিউম্যানিটি এ্যাওয়ার্ড ২০২০” পেলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার।
ঢাকা সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে শুক্রবার(১১ডিসেম্বর) বিকাল ৪ টায় এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উপদেষ্ঠা এ্যাড.মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ এ্যাওয়ার্ড সম্মননা তুলে দেন।
এইসময় উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্বা মোঃ মঞ্জুরম্নল হক সিকদার, অর্থ মন্ত্রলয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এশিয়া হিউম্যান রাইটস ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংবাদিক জহিরুল ইসলাম খান ও আর.কে রিপন প্রতিষ্ঠাতা মহাসচিব সহ প্রমুখ।
ইনস্টিটিউট অতিরিক্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার শনিবার (১২ডিসেম্বর) প্রতিনিধিকে বলেন, তিনি ২০০৩ সালে শিক্ষা মন্ত্রনালয় হতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গোল্ড মেডেল পুরস্কার অর্জনের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস সর্বোচ্চ পদবী লিডার, এবং বিভিন্ন দায়িত্ব পালনে একাধিক বার জাপান, ভারত, ইউকে, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা সফর করেছেন।
মাদার তেরেসা হিউম্যানিটি এ্যাওয়ার্ড পাওয়ায় আবদুল মতিন হাওলাদারকে বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,কাপ্তাই প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।