নিজস্ব প্রতিনিধি :
“আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় নিয়মিত প্রজেক্ট এর আওতায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এবং দুস্থদের মাঝে ঈদের উপহার হিসেবে পৌছে দেয়িয়েন, প্রিয় রাঙামাটি’র ভূষণছড়া ইউনিয়ন শাখার সদস্যরা।
ছবি:”প্রিয় রাঙামাটি” বরকলের ভূষণছড়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদের উপহার বিতরণ।
পার্বত্য রাঙ্গামাটিতে বিগত ২০১৬ইং থেকে ধারাবাহিকভাবে অন্যতম প্রানের সংগঠন “প্রিয় রাঙামাটি” হাটি হাটি পা দিয়ে কর্মসূচি চালিয়ে আসছে।
সংগঠনটির কর্ণধার” ফাতেমা তুজ জোহরা রেশমী “প্রতিবেদক কে জানিয়েছেন, ভবিষ্যতে এই নিয়মিত কার্যক্রম বহাল রাখার চেষ্টা করছি,এছাড়া শহর ও উপজেলা, ইউনিয়ন পর্যায়ে “আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” স্লোগানকে সামনে রেখে এই করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের চাহিদা মেটাতে ঈদের উপহার নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
প্রথম পযার্য়ে চেষ্টা করেছি “প্রিয় রাঙামাটি” বরকল উপজেলা এবং ভূষণছড়া ইউনিয়ন শাখার চেষ্টায় ২০টি অসহায় দুস্থ পরিবারের পাশে দাড়াঁতে।
অন্যদিকে লকডাউনের এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছেন বরকল ভূষণছড়া ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা।
“প্রিয় রাঙামাটি” বরকল উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পবিত্র রমজান মাস জুড়ে বরকল উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় ভূষণছড়া ইউনিয়ন শাখার কর্মীদের সাধ্যমতো এই ক্ষুদ্র প্রয়াস,তবে সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ আমাদের পাশে দাঁড়াতে পারলে আরো ভালো কাজ করতে পারবো আশা করি।
উক্ত মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “প্রিয় রাঙামাটি”র ভূষনছড়া ইউনিয়ন সভাপতি -আমির হামজা,সাধারন সম্পাদক- সুজন তালুকদার।
কর্মীবৃন্দ হাসান রাজু,আবু তালেব হাসান মাহামুদ, সাকিল মন্ডল,ইমরান পারভেজ, ইমন হোসেন, মামুন হোসেন, রাকিব হোসেন, ইমরান মুসা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানাগেছে ” প্রিয় রাঙামাটি”র এই রকম মহৎ কর্মকাণ্ড অত্যন্ত ভালো,চোখে পড়ার মত চমৎকার উদ্যোগ,এবং ভবিষ্যতে টিমের সকলের জীবনের প্রতি মঙ্গল কামনা করেছেন ।