ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও মারিশ্যা জোন (২৭বিজিবি) এর ব্যবস্থাপনায় কর্মহীন ও গরীব পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর পাদুর্ভাবের ফলে সারাদেশে খেটে খাওয়া ও দিনমজুর পরিবারবর্গ আর্থিক ভাবে ভেঙে পড়েন, এহেন পরিস্থিতিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে “খাগড়াছড়ি সেনা রিজিয়ন”।
তারি ধারাবাহিকতায় আজ শনিবার (৮-মে ২০২১) সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোন (২৭বিজিবি) এর ব্যবস্থাপনায় অর্ধশতাধিক গরিব,অসহায় বিভিন্ন জাতিসত্তার মাঝে ৫ কেজী চাল, ১কেজী ঢাল,১কেজী তেল,২কেজী আলু, ও ১কেজী পেশাজ করে সবার হাতে তুলে দেন।