।। মো:নাছির উদ্দিন (রেজা) ।।
রাঙামাটির বরকলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান ও করোনা পরিস্থিতিতে বরকলের ৫ টি ইউনিয়নে চলমান লকডাউনে থাকা অসহায়, দুস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ ৪৫০ টাকা হারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।