নিজস্ব প্রতিবেদক, উখিয়া,কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে হতদরিদ্র-দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান “ইয়াহিয়া গ্রুপ”।৬ মে বিকেল ৪ টায় ঘুমধুমস্থ ইয়াহিয়া গ্রুপের বনায়ন প্রকল্পের আম্রকাননে ঘুমধুমের আলুর মাঠ,বেতবনিয়া,নোয়া পাড়া,
জলপাইতলী,তুমব্রু,পশ্চিমকুল,উখিয়ার ঘাট,তেলীপাড়া ও ঘোনার পাড়া এলাকার হতদরিদ্র-দুঃস্থ প্রায় ৩
শতাধিক মানুষের নিকট ঈদের বস্ত্র হিসেবে লুঙ্গী কাপড় বিতরণ করা হয়।
এসব লুঙ্গী দুঃস্থ মানুষের হাতে তুলে দেন ইয়াহিয়া গ্রুপের ঘুমধুমস্থ বনায়ন প্রকল্পের ম্যানেজার এম.ছৈয়দ আলম।
এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা ডাঃশাহজাহান,মহিলা ইউপি সদস্য খালেদা বেগম,সাংবাদিক শ.ম.গফুর,ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম,সংবাদকর্মী এম.এ.রহমান সীমান্ত,সমাজ সেবক মোঃ আলম,কোম্পানির স্টাফ হাজী শাহাদত উল্লাহ ও মোস্তাক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনেকেই কাপড় পেয়ে বেজায় খুশি হয়ে ইয়াহিয়া সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।