গোলামুর রহমান ,লংগদু প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির উদ্দেশ্যে জিয়া সাইবার ফোর্স রাঙ্গামাটির সৌজন্য দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার(০৫ মে ) বিকাল ৫ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাঙ্গামাটি জেলা সভাপতি ফারুক আহমদ সাব্বির এর পক্ষ থেকে মাইনী এলাকায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রায় ৪০ জন রোজাদারকে ইফতার বিতরণ করা হয় এবং বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। সভাপতি সাকিব আহমদ,সহ সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ টিপু সুলতান ( জিয়া সাইবার ফোর্স রাঙ্গামাটি জেলার) নেতৃত্বে সম্পূর্ণ করা হয়।
দোয়া ও ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের লংগদু শাখার সদস্য শাহাদাৎ,প্রচার সম্পাদক ফজলু,নুর নবী, কমল দাশ, ছাত্র নেতা মনির হোসেন সহ অনেকেই।