সরওয়ার কামাল,মহেশখালী, কক্সবাজারঃ
মহেশখালী পৌরসভার ২, ৪ ও ৫নং ওয়ার্ডে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অর্থায়নে, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, মহেশখালী পৌর আওয়ামীলীগের আহবায়ক ও মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়ার নেতৃত্বে ৪৫০ টাকা ও পৌরসভার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ৪ঠা মে বিকাল ৪টায় ২, ৪ ও ৫নং ওয়ার্ডে ঈদ উপহার ও ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই , উপজেলা প্রকল্প অফিসার রাশেদুল ইসলাম, পৌর কাউন্সিলর মংলায়েন, মকসুদ আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা আক্তার, সাবেক কাউন্সিলর এবাদুল করিম বাদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মহেশখালী পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া বলেন,করোনা কালে কর্মহারা বিভিন্ন পেশার শ্রমিকসহ সমাজের অস্বচ্ছল ব্যক্তিরা এই তালিকায় অগ্রাধিকার পাবেন। করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এ কার্যক্রমের আনন্দিত ও তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং একই সাথে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।