ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকায় খাবারের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাঠ ফাটা রোদের খরতাপে পানি শুঁকিয়ে গেছে টিউবওয়েলে। এ নিয়ে বিপাকে ইউনিয়ন ও পৌরসভার বেশ কয়েকটি গ্রাম। এর মধ্যে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাল্যাঘোনা এলাকার কয়েক পরিবার নদীর পানি গোসল সহ নানা-কাজে ব্যবহার করে। পুরো এলাকায় খাবারের পানি সংগ্রহের একমাত্র ভরসা একটি মাত্র পানির মটর । মটরটি দিনে দুইবার ছাড়া হয়,তাতে ভির জমায় ১৫/২০ পরিবার। রোজাদারদের এই করুন কষ্ট যেনো দেখার কেউ নেই। এছাড়াও মারিশ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একই সংকট বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড মডেল টাউন ও ৭নং ওয়ার্ড জি ওয়ান ব্লকের চিত্র ভিন্ন নয়, গুটিকয়েক পরিবার ছাড়া। খাবারের পানি অভাবের পাশাপাশি গোসল করাও আজ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।
অপরদিকে বাঘাইছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত পৌরসভা সদরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি ১০ বছরেও আলোর মূখ দেখেনি। ফলে ২২.৮ বর্গ কিলোমিটার আয়তনে বসবাস করা ৬৮ হাজার মানুষ চরম নিরাপদ পানির সংকটে পড়তে হয়। দীর্ঘ ১০ বছরেও কাজ শেষ না হওয়ায় এরই মধ্যে অনেক মূল্যবান যন্ত্রপাতি ইলেকট্রিক ট্রাসফরমার, লোহার পাইপ নষ্ট হয়ে যাচ্ছে।