আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে করোনা ভাইরাস জনীত কোভিট-১৯ পরিস্হিতি মোকাবেলায় ২০০ শত হত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। আজ সোমবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আলিম মাহমুদ, পিএসসি।
এসময় প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি বুটের ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর ও আধা কেজি সয়াবিন তৈল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বে মহামারী করোনার প্রভাবে বহু লোক কর্মহীন হয়ে পড়েছে। অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। ঠিক এই পরিস্থিতিতে একান্ত দরিদ্রদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য।