অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের ২৫০০ অসহায় পরিবারকে দেওয়া হয়েছে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ সহায়তার সাড়ে ১২ লাখ টাকা। প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে ৫টি ইউনিয়নে ২৫০০ পরিবারের মাঝে এই সাড়ে ১২ লাখ টাকা বিতরণ করা হয়। তৎমধ্যে ৫টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৫০০ করে অসহায় পরিবারকে দেওয়া হয়েছে এই নগদ অর্থ সহায়তা।
এদিকে গত ২৭ এপ্রিল চিৎমরম ইউনিয়নে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর গত ২৮ এপ্রিল ৪নং কাপ্তাই ইউপি এলাকা ও ৫নং ওয়াগ্গা ইউপি এলাকায়, ২৯ এপ্রিল ১নং চন্দ্রঘোনা ইউপি এলাকা এবং সর্বশেষ ২ মে ২নং রাইখালী ইউপি এলাকায় প্রধানমন্ত্রীর এই নগদ অর্থ সহায়তা বিতরণের মাধ্যমে ৫ ইউনিয়নের উপহার প্রদান কার্যক্রমের সমাপ্তি হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়নে ২৫০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে একজন ট্যাগ অফিসার এই কার্যক্রমের সমন্বয় করেন, এবং তিনি নিজেই উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এদিকে কাপ্তাই উপজেলা পিআইও আব্দুল হান্নান জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে তালিকা পাবার পর যাচাই বাছাই করে জাতীয় পরিচয় পত্র দেখে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে তারা এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এবং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের সহযোগীতা নিয়ে প্রকৃত অসহায় পরিবারের তালিকা তারা প্রস্তুত করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে সেইসব অসহায় পরিবারের হাতে প্রধানমন্ত্রীর এই নগদ অর্থ সহায়তা উপহার তুলে দেওয়া হয়েছে।