মোঃ গোলামুর রহমান, লংগদু প্রতিনিধিঃ
বৃষ্টির জন্য যখন সবাই হাহাকার তখন হঠাৎ কালবৈশাখী ঝড় এসে বজ্রপাতে প্রাণ নিয়ে গেলো তিনটি গরু ও একজন ১৮ বছরের কিশোরের।
শনিবার (০১ মে) ভোর পাঁচটার সময় লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ কাউসার (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। একই সময় একই গ্রামের কামাল মেস্তুরীর একটি গরু,সাহেদুল ইসলামের একটি গরু, নুরুল ইসলামের একটি গরু মোট তিনটি বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন,ইউপি চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষের মাধ্যমে জানা যায়, মৃত কিশোর কাউসার ঝড়ের মধ্যে ভোর বেলা বাহিরে গরু বাধা ছিলো তা ঘরে প্রবেশ করানোর জন্য বাহিরে যায়। কিন্তু এই যাওয়াই যেনো তার শেষ বিদায়ের ইতি টানলো। গরু নিয়ে আসার সময় পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে সে জায়গায় তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
অপর দিকে একই গ্রামের উপরোক্ত তিনজনের তিনটি গরু একই সময় মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।