সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার :
মহেশখালী থানার এএসআই আব্দু রউফ এসআই আলী আকবর গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিলকারী অফিসার হিসাবে ২৯ই এপ্রিল বৃৃৃহস্পতিবার জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই দুই পুলিশ অফিসার ১ম ও ২য় স্থানে পুরস্কারে ভূষিত হয়েেছ। গত ৩মার্চ মাসে ৩টি সি-আর মামলার সাজা ১৬ টি জি-আর। ৪টি সি-আর মামলা আসামি কে গ্রেফতার করে ১ম ২য় স্থান অর্জন করে পুরস্কারে ভূষিত হয়েছেন। এসআই আলী আকবর, এএসআই আব্দু রউফ বলেন, জেলার গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিলকারী অফিসার হিসাবে ১ম ও ২য় স্থান অর্জন করে পুরস্কারে ভূষিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কক্সবাজার পুলিশের অভিভাবক মোঃ হাসানুজ্জামান (পিপি এম – সেবা) স্যারের প্রতি। এই সফলতার পিছনে যাদের অবদান অকাট্য, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সিনিয়র এএসপি মহেশখালীর সার্কেল, মোঃ জাহেদুল ইসলাম স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই স্যারের প্রতি।