ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে কর্মীহীন ও গরীব ৯০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন “আহলে সুন্মাত ওয়াল জামায়াত বাংলাদেশ” এর বাঘাইছড়ি উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) ১৬ই রমজান ঐতিহাসিক বদর দিবস স্মরণে সকাল ১০-ঘটিকার সময় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী বাঘাইছড়িস্থ বটতলী স্পোর্টিং ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়৷
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ কাউছার উদ্দিন নুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জাফর আলী খাঁন, বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আবদুশ শুক্কুর মিয়া, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিল’র জনাব পারভেজ আলী, গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব জাবেদুল আলম, এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নুরুল ইসলাম আলকাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার নেতৃত্ব উপস্থিত ছিলেন।