নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত দেশব্যাপী লকডাউনে সচেতন মূলক প্রচার ও পবিত্র মাহে রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে নানিয়ারচর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার নানিয়ারচর উপর বাজার, লঞ্চঘাট, নিচ বাজার এলাকায় বাজার মনিটরিং পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
বাজার মনিটরিং এর সময় তিনি ব্যবসায়ীদেরকে প্রতিটি দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা, বাধ্যতামূলক অগ্নি নির্বাপক সামগ্রী রাখার নির্দেশ দেন। এবং করোনা সচেতনতায় মাস্ক পরিধান নিশ্চিত করারও আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মাঝে নানিয়ারচর থানার এসআই রাজুসহ আনসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।