আলীকদম (উপজেলা)প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক,মোটর-বাইক চালক, নৌকা চালকসহ পাঁচ’শ অসহায় পরিবার প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ অার্থিক সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল বলে উপকার ভোগীরা তাদের মনের ভাব প্রকাশ করেছেন।
বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২ টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল উপস্থিত থেকে জনপ্রতি ৫০০ (পাঁচশত) টাকা করে সর্বমোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের পাঁচ’শ অসহায় ও দুঃস্হ পরিবার পেলো এ নগদ অার্থিক সহায়তা।
প্রধান মন্ত্রীর উপহার বিতরণকালীন সময় উপস্হিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আব্দুল হামিদ সদস্য ০১ নং ওয়ার্ডসহ পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল জানান, উপজেলার আরো ৩ টি ইউনিয়নে ৫০০ জন করে অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া এ অার্থিক সহায়তা প্রদান করা হবে।