(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ার গর্বিত সন্তান নীলোৎপল খীসা খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন।
দীর্ঘ বর্নাঢ্যময় রাজনৈতিক জীবনের নতুন পরিচয় হিসেবে জেলা পরিষদের সন্মানিত সদস্য নির্বাচিত হওয়ায়,তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মহালছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব করেছিলেন।
উল্লেখ্য যে, ২০০৩ সালে যখন বি এন পি জামাতের দুঃশাসন সারা বাংলাদেশ ব্যাপী মারা-মারি, হানা-হানি, তান্ডব লীলার রাজনীতি চলছিলো সেই কঠিন দুঃসময়ে ভয় কে জয় করে মহালছড়ি তৃণমূল আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সমন্বয়ে যার হাতে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব অর্পন করা হয়। বিগত আন্দোলন সংগ্রামে নিষ্টার সাথে ২০০৩-২০১৯ সালের আগস্ট পর্যন্ত মাহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদের দ্বায়িত্ব পালন শেষে খাগড়াছড়ি জেলা শাখার প্রস্তাবিত কমিটির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মনোনীত হন।
নীলোৎপল খীসা জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় নিজ পরিবারের সকল আত্মীয় স্বজনদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। সর্বোপরি খাগড়াছড়ি জেলার মাটিও মানুষের নেতা ২৯৮নং সংসদীয় আসন কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী) মহোদয়ের নিকট মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন জনি শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।