মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
২০২০- ২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষকের মাঝে বিঘা প্রতি জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. হাসিবুর রহমান বলেন, বিতরণকৃত সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
এসময় উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্তসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।