অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হলেন কাপ্তাই উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং বিগত কমিটির সহ -সভাপতি দীপ্তিময় তালুকদার।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন কমিটির তালিকায় তাঁদের নাম প্রকাশ করা হয়। এদিকে কাপ্তাই উপজেলায় নির্বাচিত দুই জন জেলা পরিষদ সদস্যের নাম প্রকাশিত হবার পরপর তাঁদের উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে।
উল্লেখ্য যে কাপ্তাই উপজেলা হতে নির্বাচিত জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ইতিপূর্বে দুইবার জেলা পরিষদ সদস্য এর দায়িত্ব পালন করেছেন।