বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটিতে করোনার দ্বিতীয় ধাপে গরীব ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বহুল আলোচিত সাহিত্য সংগঠন “পার্বত্য কাব্য”।
সোমবার (২৬ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ গেইট সংলগ্ন মটেল জর্জে ত্রাণ বিতরণের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন উক্ত সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা কবি মোঃ রেজাউল করিম পিন্টু, তিনি জানান প্রায় শতাধিক পরিবারে মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং এ বিতরণ চলমান রাখার চেষ্টা করবো।
এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের “পার্বত্য কাব্যের” কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের যুগ্ন আহবায়ক কবি রোকেয়া আক্তার, পার্বত্য কাব্যের অনলাইন পরিচালক, কবি লক্মী চন্দ,কবি আলাউদ্দীন, কবি লোকমান হোসেন ও পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য কবি তপন ত্রিপুরা, কবি নীতি ভূবন চাকমা, পার্বত্য কাব্য অনলাইন সদস্য কবি নাজিম, কবি সোহেল, কবি কামরুল ইসলাম সহ আরও অনেকে।