সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার :
বড় মহেশখালীতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন বড় মহেশখালী কৃষকলীগ । ২৫ই এপ্রিল সকাল ১১টায় বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় দুই কৃষকের ৪ কানি ধান কেটে ঘরে তুলে দেন, বড় মহেশখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ডাঃ জাফর আলমের নেতৃত্বে কৃষকলীগের নেতা-কর্মীরা। মহেশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আবু ছালেহ ঠিকাদারের নির্দেশে প্রায় ২০ জন কৃষকলীগের নেতাকর্মী সারাদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন। বর্তমানে করোনা কালে লকডাউন চলছে,আর চারি দিকে অসহায় মানুষদের সংখ্যা বাড়ছে।
একদিকে কৃষকের পাকা ধান কেটে ঘরে তোলার সময় হয়েছে। অপরদিকে অর্থাভাবে ধান কাটতে পারছেননা অনেক কৃষক।
এবার সেরকম দু’জন অসহায় কৃষকের ধান কেটে দিলেন বড় মহেশখালী ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীরা। বড় মহেশখালী মাহারাপাড়ার ফরিদুল আলম সহ তার ভাইয়ের পাকা ধান কেটে দেন তারা। ধান কাটার পর কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজটিও করে দেন। বড় মহেশখালী কৃষকলীগের আহবায়ক ডাঃ জাফর আলম জানান, মহেশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ সরওয়ার কামাল, সাধারন সম্পাদক আবু ছালেহ ঠিকাদারের নির্দেশে আমরা গরীব অসহায় কৃষকদের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। এবং করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করতেছি।
বড় মহেশখালী মাহারাপাড়া গ্রামের কৃষক ফরিদুল আলম বলেন-আমাদের জমির পাকা ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। বড় মহেশখালী কৃষকলীগের এই কর্মকাণ্ডে আমরা অনেক বেশি খুশি। মহান আল্লাহ কৃষকলীগের এই মহৎ কর্মকে কবুল করুক আমিন।