অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই থানা পুলিশের অভিযানে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টা মামলার পলাতক আসামী শরৎ তনচংগ্যাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ২৫ এপ্রিল) সকালে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর সাপছড়ির দুর্গম পাহাড়ী এলাকা থেকে আটক করা হয়।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের এর দিক নির্দেশনায় তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার, ফোর্স সহ স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী শরৎ তনচংগ্যা কে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোমবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর দুর্গম মাইন পাড়া এলাকার উপজাতীয় স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে পাশ্ববর্তী এলাকার বাসিন্দা শরৎ তনচংগ্যা। পরে মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত শরৎ তনচংগ্যা পালিয়ে যায়। এরপর গত ১৩ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছিলেন।
এদিকে গ্রেফতার হওয়া আসামী শরৎ তনচংগ্যাকে বিচারার্থে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।