মোঃ গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি ;
রাঙামাটির লংগদুতে ইসলামাবাদ নাজিম টিলা নামক স্থানে নিখোঁজের কিছুদিন পর এক নারীর লাশ উদ্ধার করেছে লংগদুু থানা পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) লংগদু থানা পুলিশ খবর পেয়ে সন্ধা ৬.৩০ সময় লাশটিকে উদ্ধার করে ।
উদ্ধাকৃত জোবেদা খাতুন আকলিমা (২৫) লংগদু উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার আব্দুল জব্বারের মেয়ে এবং সুরুজ আলীর স্ত্রী বলে জানা যায়।
লংগদু থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল (বুধবার) সকালে আকলিমা বাড়ী থেকে তার আত্মীয়র বাড়ীতে যাওয়ার কথা বলে বের হয়। পরে আকলিমা বাড়িতে ফেরত আসতে দেরী হলে তার পরিবার খবর নিয়ে দেখে কোথাও যায়নি তিনি ।
পরে পরিবারের লোকজন আকলিমাকে খুঁজা খুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তিন দিন পর শনিবার লংগদু থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
শনিবার বিকালে পরিবারের লোকজন আকলিমাকে খুঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ী থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি আম বাগানে চারদিন পর আকলিমার মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধা সাড়ে ছয়টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে আমরা নাজিমটিলা নামক স্থানের একটি আমবাগান থেকে জোবেদা খাতুন আকলিমা নামের মহিলার লাশটি উদ্ধার করেছি। সকালে পোষ্টমর্টেমের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে। এবিষয় একটি মামলা প্রস্তুতি করা হচ্ছে বলে জানান তিনি।