।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটিতে ছাত্রলীগ কর্মী এসবি আকাশের উদ্যোগে এতিম এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪শে এপ্রিল) কলেজ গেইট অবস্থিত রাঙামাটি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সাথে ইফতার এবং স্থানীয় রোজাদার এর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনাকালে একে অপরের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষিত রমজানব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় ছাত্রলীগ কর্মী এস.বি.আকাশ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ইফতার সামগ্রী বিতরণ এর আয়োজন করে।
এসময় আকাশ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনা অনুযায়ী রাঙামাটি জেলা ছাত্রলীগ পরিবার সকলের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিতায় আজ মাদ্রাসা ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আকাশ অসহায় ও দরিদ্রদের প্রতি সামর্থ্যবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান হৃদয় এবং বিজয় বড়ুয়া শোভন।