বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুর রব (৫০) নামে এক ব্যক্তিকে চাঁদার দাবীতে মারধর করেছে কালাছোফা চাকমা ও ভেঙ্গছোফা চাকমা( তাদের পিতার নাম অমূল্য কার্বারি)সহ তাদের ভগ্নিপতি।
শনিবার (২৪ এপ্রিল ২০২১) দুপুর দেড়টা’র সময় সরকারি ফরেস্টভূমি প্যারাছড়া নামক স্থানে আব্দুর রব গরু চরানোর জন্য গেলে উক্ত তিন পাহাড়ি যুবক তার কাছে চাঁদা দাবী করে, চাঁদা না পেয়ে তাকে মারাত্মক ভাবে মারধর করে, তার চারটি দাঁত ফেলে দেয়।
বর্তমানে ভিকটিম কে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার।
এ বিষয়ে বাঘাইছড়ি অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে অবগত আছেন কিন্তু এখনো তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, অভিযোগ করা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
উক্ত ঘটনা সম্পর্কে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম এর কাছে জানতে চাইলে , উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বাঘাইছড়ির শান্ত পরিবেশ কে অশান্ত করার জন্য একটি কুচক্রী মহল একের পর এক অস্থিতিশীল ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক, প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানান যাতে অপরাধীদের আইনের আওতায় এতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়।