অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
আসন্ন বোরো মৌসুমে চাষাবাদ করার লক্ষ্যে কাপ্তাই কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও ধান বীজ বিতরণ বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব রক্ষার্থে প্রাথমিক পর্যায়ে শুধু মাত্র ১০ জন কৃষককে এই প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম চৌধুরী উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে বাকী প্রণোদনার সার-ধানবীজ গুলো ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।