নিজস্ব প্রতিবেদক , লোহাগাড়া
লোহাগাড়া থানায় অন্তর গত আমিরাবাদ ইউনিয়নে ৬ নং ওর্য়াড স্থত “মল্লিক ছোবাহান তরুণ ঐক্য পরিষদের” উদ্যোগে প্রতি বছরের ন্যায় এইবারও নিজন্ব অর্থায়নে এলাকার ৭০টি অসহায়, গরিব ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।মল্লিক ছোবাহান তরুণ ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ মোক্তার হোসেনের সার্বিক তত্তাবধানে কাজীর পুকুর পাড় বাইতুর মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মৌলনা মোঃ ইউসুফ হুজুরের মুনাজাতের মধ্যে দিয়ে ইফতার বিতরণের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আক্কাস, সংগঠনের উপদেষ্টে মোঃ মনছুর আলম, মোঃ রাশেদুল আলম, মোঃ ফরিদুল আলম মোঃ ইসমাইল, সহঃ সম্পাদক মোঃ তানভীর, সদস্য মোঃ আকিব, মোঃ আসিফ, মোঃ এমরান, মোঃ নবাব, মোঃ মাঈন, মোঃ আবরাউল হোসেন প্রমুখ।জামে মসজিদে মুসল্লিদেরকে সাথে নিয়ে ইফতার করে সংগঠনের সদস্যদের মাধ্যমে ইফতার সামগ্রী অসহায়, গরিব ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণে যে সকল প্রবাসী ভাই, এলাকার বড় ভাই ও সংগঠনের সদস্য আর্থিক ভাবে সহযোগীতা করেছে এবং প্যাকেটিং ও বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে মল্লিক ছোবাহান তরুণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ শাহ্ নেওয়াজ।