[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
আরিফুল ইসলাম,রাঙ্গামিটি :
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪৩ দিনে ২হাজার ২শ ২০জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে। তাদেরমধ্যে ১হাজার ৯শ ৫৫ জন পুরুষ ও ২শ৬৫ জন মহিলা।অার এ তথ্যে নিশ্চিত করে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।
মঙ্গলবার ২০শে এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অারও প্রথম ও দ্বিতীয় ডোজের ২৬ জনকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।
উল্লেখ্য,ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ই ফেব্রুয়ারী থেকে গণহারে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু করে দেয় সরকার।তারই ধারাবাহিকতায় বরকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও একইদিনে টিকাদান শুরু করে।এরপর নিয়মবিধি মোতাবেক নিয়মিত টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের মধ্যে অাজ পর্যন্ত কারোর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।বর্তমান পর্যন্ত ২হাজার ২শ অধিক ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণ করেছে।অার টিকাদান কর্মসূচি অব্যহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।