মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ধারাবাহিক শনাক্ত ও মৃত্যু ভয়ঙ্কর রূপ ধারণ করার পর সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষনা করেছে সরকার। ৭ দিনের চলমান লকডাউনে ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে আছেন মানিকছড়ি উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে পুলিশ, সেনাবাহিনী সদস্যরা নিড়লসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনাও অব্যহত রয়েছে। ইতোমধ্যে গত ৬ দিনে অভিযান চালিয়ে ৬৮ মামলায় ১৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা জুড়ে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।
এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ বলেন, খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হন। এছাড়াও সরকারি নির্দশনা অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।