মো:নাছির উদ্দিন রেজা:
রাঙামাটিতে ফল বোঝাই পিকআপ পাহাড়ি খাদে পড়ে চালক সবুজ মিয়া (২৫) মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন । সোমবার (১৯এপ্রিল) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের আলী আকবর এর ছেলে। আহত অপর দু’জন হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ (৪৫) এবং রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন (২৩)।
পুলিশ জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি পিকআপ (চট্টমেট্রো-ন-২৪১৮) ফল বোঝাই করে রাঙামাটি শহরে আসছিলো । এসময় পিকআপটি দেপ্পোছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হয়।
এতে হেলপারসহ আহত হন দু’জন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
এই বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।