অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান পেলেন শ্রেষ্ঠ জয়িতা নারীর সম্মাননা। তাঁর নিজ জন্মস্থান ফটিকছড়ি মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) তাঁকে ফটিকছড়ি উপজেলা পরিষদ এর মুক্তিযোদ্ধা জহরুল হক হলে এই সম্মাননা প্রদান করা হয়।
“কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথে দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছর বেগম রােকেয়া দিবস-২০২০ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হােসাইন মােঃ আবু তৈয়ব তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
ফটিকছড়ি উপজেলা ইউএনও মােঃ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে এইসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ যে, কাপ্তাইয়ের ইউএনও মুনতাসির জাহান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার তালুকদার আশরাফ আলী সওদাগর বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ এবং রত্নগর্ভা মা রাজিয়া মাসুদ এর ৩য় কন্যা।
মুনতাসির জাহানের আর এক ভাই আরমান আল মাসুদ পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার, এক ভাই মামুন আল মাসুদ সফল ব্যবসায়ী এবং ছোট বোন তামান্না তাসনীম মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে দর্শন বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর দুইটাতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।
এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।