অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন এবং পুলিশের অভিযান প্রতিদিনই চলমান রয়েছে। করোনা সংক্রমন প্রতিরোধে জনগনকে সচেতন করতে, লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ গুলো জনসাধারনকে যথাযথ প্রতিপালন করাতে তৎপর কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রতিটি সেক্টর।
লকডাউন এর শুরু থেকেই কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। তিনি লকডাউন এর বিধি নিষেধ গুলো যথাযথ প্রতিপালন করার জন্য জনগনকে যেভাবে সচেতন করে যাচ্ছেন তেমনি আইন অমান্য করলেই করছেন জরিমানা। এছাড়াও তিনি পবিত্র মাহে রমজান এর মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিদিন কাপ্তাইয়ের বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করছেন।
এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমন প্রতিরোধে এবং লকডাউন এ সরকারি বিধি নিষেধগুলি কার্যকরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হোসেন চৌধুরী। অভিযান পরিচালনার পাশাপাশি তিনি জনসাধারনকে সচেতন করতে প্রচারনা করেছেন।
লকডাউন এর শুরু থেকেই কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা বিভিন্ন হাটবাজারে মাইকিং এর মাধ্যমে করোনার ভয়াবহতা এবং করোনা থেকে বাঁচতে বিভিন্ন জনসচেতনতামুলক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে।
অন্যদিকে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা চন্দ্রঘোনা থানাধীন বিভিন্ন এলাকায় লকডাউন এর শুরু থেকে জনগনকে সচেতন করতে প্রচারনা, মাস্ক বিতরণ করে যাচ্ছেন। লকডাউন কার্যকরে প্রতিদিনই তৎপরতা চালিয়ে যাচ্ছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
এদিকে কাপ্তাইয়ে লকডাউন কার্যকরে এবং জনসাধারনকে সচেতন করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর ভূমিকা কাপ্তাইবাসীর নিকট প্রশংসীত হয়েছে। এবং লকডাউন চলাকালীন সময় করোনা সংক্রমন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা সকলের।