অর্ণব মল্লিক, কাপ্তাই:-
লকডাউন এর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিট হতে ১.৩০ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এর নেতত্বে কর্নফুলী পেপার মিলস লিমিটেড ( কেপিএম) এলাকার কলাবাগান বাজার এলাকা এবং সিনেমা হল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, অযথা ঘুরাঘুরি করা, সরকারী আইন ও নিয়ম অমান্য করার অপরাধে ও স্বাস্থ্যবিধি না মানার কারনে দণ্ডবিধি ২৬৯ ধারায় এইসময় তিনি ৯ টি মামলায় ৩৬০০ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃসিরাজুল ইসলাম ও ডিসিএল পুলিশ ক্যাম্পের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।