অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার চিৎমরমে প্রতিবছর উদযাপিত হতো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব “সাংগ্রাই”। বসতো ৩-৪ দিনব্যাপী বৈশাখী মেলা। উৎসবকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম হতো চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে। থাকতো ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের নাচ,গান, খেলাধুলা সহ নানা আয়োজন। কিন্তু মহামারি করোনার কারণে গতবছরের মতো এবছরেও সাংগ্রাই উৎসব বাতিল করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) সকালে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা, নেই কোন দোকান, নেই কোন মানুষের সমাগম। অথচ প্রতিবছর ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত এই মাঠে বসতো বৈশাখী মেলা। হরেক রকম পণ্য নিয়ে ব্যবসায়ীরা দূর দূরান্ত হতে আসতো এই মেলায় বেচাকেনা করতে। তবে চিৎমরম বৌদ্ধ বিহারে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সকাল থেকে বুদ্ধ মূর্তিকে স্নান করানো, বুদ্ধ পুজা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।
সাংগ্রাই জলকেলী উদযাপন কমিটি ২০২১ এর আহবায়ক ক্যাপ্রু চৌধুরী জানান, এইবছর সাংগ্রাই উৎসব এর সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এবং ধুমধামে পালন করা হবে বলে সিন্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্ত সরকারি নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা সকল আনুষ্ঠানিকতা স্থগিত করেছে বলে তিনি জানান।
মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক চিৎমরমের বাসিন্দা মংসুইপ্রু মারমা জানান, সাংগ্রাই মানে উৎসব, সাংগ্রাই মানে সকল সম্প্রদায়ের মিলন মেলা। কিন্ত করোনার কারনে তারা আজ ঘরে বসে পরিবার পরিজন নিয়ে এবং কিয়াংয়ে গিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবছর সাংগ্রাই পালন করছেন।
এদিকে সকলের প্রত্যাশা করোনা মুক্ত হয়ে সাংগ্রাই উৎসব নিয়ে আসুক আনন্দের বার্তা।