সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার :
মহেশখালী উপজেলার কতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় ডাকাত সন্দেহে ৬ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদরে কাজ থেকে একটি লম্বা বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৪ এপ্রিল বিকেল ৩ টা ১০ মিনিটের দিকে তাদের পুলিশ গ্রেপ্তার করে মহেশখালী থানায় নিয়ে আসে। ধারানা করা হচ্ছে গ্রেফতারকৃতরা সোনাদিয়ার পশ্চিমে সাগরে ডকাতিসহ জলদস্যুতা করে আসছিল দীর্ঘদিন ধরে।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে শাপলাপুর মিঠাছড়ি এলাকার মোঃ হোছনের ছেলে নুরুল কবির(৩০), আবুল খালেকের ছেলে শওকত (২০), সাহাব মিয়ার পুত্র রবিউল হাসান (১৯)। কালারমারছড়ার আঁধারঘোনার মওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তাফা কামাল প্রঃ মিসু (২২), ওসমান গনির ছেলে রফিকুল হাসান (১৮), ধলঘাটার আসাদ আলীর ছেলে জিয়াবুল (২৪) । মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুল হাই বলেন ধৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও রামদা উদ্ধার করা হয়েছে।