।।নিজস্ব প্রতিনিধি।।
নানিয়ারচরে যত্রতত্র খোলা তার দিয়েই চলছে বিদ্যুৎ সরবরাহ। ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা তার দিয়ে বিদ্যুৎ সরবরাহে দূর্ঘটানার আশঙ্কায় স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার ডাক বাংলা এলাকায় ৪লাইনের খোলা তার দিয়ে গাছের সাথে লাগানো প্রায় বৈদ্যুতিক খুটি দিয়ে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ।
স্থানীয় ইসমাইল কাজী (৫৫) জানান, ঝড়ের ঝাপটায় বসতবাড়ির টিনের চালে ঘেষে যায় বৈদ্যুতিক তার। ফলে সারা ঘর জুড়ে ইলেক্ট্রিক শক তৈরী হয়। এবং বৈদ্যুতিক লাইনে আগুন জ্বলতে দেখা যায়। এতে যে কোন মুহুর্তে দূর্ঘটনার ঝুঁকি থাকে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক খুটি দিয়ে পাড়ায় গাছ চেরাই স’মিল চলে। মিলের মালিক ও এই বৈদ্যুতিক সংযোগ স্থাপনের ঠিকাদার জাহিদ মোস্তফাকে বেশ কয়েকবার বললেও সংযোগ উন্নতকরণ এবং কভার তার ব্যবহারের উদ্যোগ নেয়নি তিনি।
একই এলাকার অনাদি রঞ্জন চাকমা (৩৫)
জানান, গাছপালা ও বসতবাড়ির মধ্য দিয়ে যে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে তাতে আমরা সংশয়ে থাকি।
ঠিকাদার জাহিদ মোস্তফা মোবাইল ফোনে কল করে জানতে চাইলে তিনি জানান পিডিবি যেভাবে কাজের নির্দেশনা দিয়েছে আমি সেভাবেই করেছি। বেশি কিছু জানতে চাইলে আমাকে নয় আপনি নানিয়ারচরের আবাসিক প্রকৌশলীকে কল করেন।
এই বিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী ইরাতোষ চাকমা জানান, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পূর্বে প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপজেলার বগাছড়ি গাছে গাছে খোলা তার দিয়ে বিদ্যুৎ সরবরাহে পরবর্তি কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এই প্রকৌশলী জানান, আমরা প্রকল্প রেডি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি অনুমোদন হলে কাজ করা হবে। আনুমানিক আর কতদিন স্থানীয়রা এভাবে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ ব্যবহার করবে জানতে চাইলে তিনি বলেন কবে হবে তা বলতে পারিনা। তবে আশাকরি হবে।