আরিফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, নানিয়ারচর :
১০ এপ্রিল শনিবার থেকে নানিয়ারচরে কোভিড ১৯ ২য় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে।শনিবার সকালে কোভিড ১৯ ২য় ডোজের টিকা গ্রহনের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতির চাকমা। এর পর নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান সহ বেলা ১২ টা পর্যন্ত মোট ৩৬ জন টিকার ২য় ডোজ গ্রহন করেন।
নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা.নূয়েন খীসা জানান।
নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম ডোজের মোট ১৫৩ ভায়াল টিকা এসেছিল টিকা গ্রহন করেন-১৪৬২ জন। এবার ১ম ধাপে ২য় ডোজের টিকা ৮৯ ভায়াল এসেছে।
তিনি আরো জানান, নানিয়ারচর উপজেলাবাসীর টিকা গ্রহনে সদর বাজারে টিকা গ্রহিতা থাকলেও অন্যান্য বেশ কিছু এলাকার লোকদের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে।