নিজস্ব প্রতিনিধি ঢাকা :
করোনা সংক্রমণে মৃত্যু ও রোগী বাড়ায় আবারও সর্বাত্মক লকডাউনের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পরিবেহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘করোনায় সংক্রমণ ক্রমশ বাড়ছে। মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। জনগণের অবহেলায় সংক্রমণ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা করছে।’
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সামাল দিতে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করে গত ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে গণপরিবহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়। তবে ৬ এপ্রিল থেকে অফিসযাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে গণপরিহন চালু করে দেওয়া হয়েছে।
আবার ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ৯ এপ্রিল খুলে দেওয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। এক সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে ১১ এপ্রিল রাতে।