হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ভারতের সাথে যোগাযোগের নতুন সীমান্ত সড়কে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
অদ্য ৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৮.২০ ঘটিকার সময় এক সংবাদের সুত্র ধরে ভারতের সাথে বাংলাদেশের চলমান সীমান্ত সড়কের পাশে একজন নির্মাণ শ্রমিকের লাশ পরে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ রাজস্থলী থানার পুলিশ ঘটানাস্থলে গিয়ে মোঃ সোহেল (২৭) (পিতা -মৃত জহজ মিয়া, সাং-উওর লামসি, থানাঃ কবিরহাট জেলাঃ নোয়াখালী) র লাশ উদ্ধার করেছে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জনাব মফজল আহমদ খান বলেন, মৃত দেহটি দেখে মনে হয় সে কোন বড় গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। তার গায়ের উপর দিয়ে গাড়ির চাকা অতিক্রম করেছে।সে রাজস্হলীর সীমান্ত সড়কের ঠিকাদার মোঃ আমলগীরের অধীনে কাজ করছিল।
গত বুধবার সন্ধ্যায় সে তার তাবু হতে তার সঙ্গী রিপনসহ ৩ কিলোমিটার দুরে (জামাইর চায়ের দোকান) নামক এক চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে পুনরায় তাবুর দিকে রওনা করে। কিছুদূর আসার পর সোহেল রিপনকে বলে তুই যা আমি লেবার নিয়া সকালে আসব। তখন রিপন তাবুতে চলে যায়।
পরেরদিন সকালে সড়কে কাজ করতে যাওয়া সেনাবাহিনীর লোকজন রাস্তায় সোহেলের মৃতদেহটি দেখতে পায়। এরপর তারা ঠিকাদার আলমগীরকে সংবাদ দেয়। মৃত সোহেলের মাথার খুলি ভেঙ্গে টুকরা হয়ে গেছে। মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল । কোন দ্রুতগামী গাড়ির সাথে ধাক্কা লাগার ফলে সে গুরুতর জখম প্রাপ্ত হয়। এভাবেই সে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় থানা কর্তৃপক্ষ।